জীবনে প্রাকটিক্যাল হোন
--স্বামী সোমেশ্বরানন্দ
--------------------------
আপনাকে দুঃখ দেবার জন্য অনেক লোক রয়েছে এই সমাজে। কেউ সমালোচনা করে আপনাকে দুঃখ দিচ্ছে। কেউ অকারণে শত্রূতা করে , কেউ বা ঈর্ষানিত হয়ে। কেউ আবার না বুঝে। কেউ -কেউ নিছক মজার জন্যে। তা সমাজে যখন এত লোক রয়েছে আপনাকে দুঃখ দেবার জন্য, তখন নিজেকে কেন দুঃখ দিচ্ছেন আপনি ? কিভাবে বাঁচবেন এদের হাত থেকে ,পরে বলবো সে কথা। আপনি দুঃখী। হয়তো এই ভেবে যে আপনার কাছে বিদেশি গাড়ি নেই। কিংবা আপনার সন্তান অঙ্কে লেটার পাইনি। এক্সিডেন্টের পর আপনাকে একটু খুঁড়িয়ে হাঁটতে হচ্ছে। ভালো কাজ করেও অফিসে প্রমোশন পাননি। স্ত্রী অনাবশ্যকভাবে দামি কাপ- প্লেট কিনে এনেছেন বাজার থেকে , বর্তমানে যেটার কোনো প্রয়োজন হয়তো ছিল না। লটারি টিকিট কিনেও আপনি কোনো পুরস্কার পাননি। ...........কারণ নানা রকম হতে পারে। কিন্তু এর পারিনিতি দুরকম হতে পারে। ১) , নিজের দুর্ভাগ্যের কথা ভেবে দুঃখ পাওয়া , হা- হুতাশ করা , রেগে যাওয়া। ২) সমস্যা সমাধানের চেষ্টা করা। প্রথমটিতে আপনার কোনো লাভ হচ্ছে না। এতে দুঃখ শুধুই বেড়েই যায়। আপনি যদি বুদ্ধিমানের মতো কাজ করতে চান ,যদি প্রাকটিক্যাল হতে চান ,লাভবান হবার ইচ্ছা থাকে ,তবে দ্বিতীয় পথেই তা সম্ভব ,ভেবে দেখুন। জীবনে যে আপনি সবকিছুই পাবেনই ,পরিস্থিতি যে সবসময়ে আপনার মনের মতো হবেই - এটা চিন্তা করা কি প্রাকটিক্যাল মানুষের লক্ষণ ? জীবনে কি পাইনি এই চিন্তায় যত ব্যাস্ত থাকবেন , আপনার দুঃখ ততোই বাড়বে। যা পেয়েছেন তা কাজে লাগিয়ে আরো কিভাবে এগিয়ে যাবেন জীবনে , এদিকে বরং নজর দিন। চিরকাল পরিস্থিতি এক থাকে না। সময়ের সাথে সাথে এটা বদলায়। আমরা নিজেরা জানি না ভবিষ্যাতে কি ঘটনা ঘটতে যাচ্ছে। সুতরাং পরিস্থিতি নয় একটি প্রতিকূল পরিস্থিতিতে আপনি কিভাবে রিয়াক্ট করছেন -এটাই বেশি গুরুত্বপূর্ণ। আপনার মানসিকতা পজেটিভ অথবা নেগেটিভ - এর উপর নির্ভর করবে আপনার পরিণতি।
আমি দৃঢ়ভাবে ভাবে বিশ্বাস করি এটি খুব ভাল পরামর্শ এবং অবশ্যই আমাদের এটি অনুসরণ করা উচিত
English Translate
----------------------
Be practical in life
--Swami Someshwarananda
There are many people in this society to make you sad. Someone is criticizing and hurting you. Some are unnecessarily harass you , some are jealous. No one understands again. Some just for fun. Why are you hurting yourself when there are so many people in the society to hurt you ? How to survive from them, I will tell you later. You are sad maybe thinking that you don't have a foreign car. Nor did your child got letter mark number in the examination . You have face difficult to walk freely after the accident. Even after doing good work, you did not get promotion in the office. Your wife bought unnecessarily expensive cups and plates from the market , which she may not have needed at present. You did not receive a prize after buying a lottery ticket. ........... Because there can be many. But the consequences can be two type . One is To get sad thinking about one's yours misfortune, to get frustrated, to get angry. Second one is t ry to solve the problem. You are not getting any benefit in the first one . This only increases the grief. If you want to act wisely, if you want to be practical, if you want to benefit, then by following the second one way it is possible. Think, In life you will get everything, the situation will always be in your mind - is it a sign of a practical person to think that ? The more you worry about what you didn't get in life, the more your grief will increase. Do not focusing what you have not , It is better to think whatever you have and go ahead in life by using that . The situation does not remain the same forever. It changes over time. We ourselves do not know what is going to happen in the future. So it's not the situation but how you react to an adverse situation - that's more important. Your attitude will depend on whether your mentality is positive or negative .
I strongly believe this is very very good advice and we must follow this
--স্বামী সোমেশ্বরানন্দ
--------------------------
আপনাকে দুঃখ দেবার জন্য অনেক লোক রয়েছে এই সমাজে। কেউ সমালোচনা করে আপনাকে দুঃখ দিচ্ছে। কেউ অকারণে শত্রূতা করে , কেউ বা ঈর্ষানিত হয়ে। কেউ আবার না বুঝে। কেউ -কেউ নিছক মজার জন্যে। তা সমাজে যখন এত লোক রয়েছে আপনাকে দুঃখ দেবার জন্য, তখন নিজেকে কেন দুঃখ দিচ্ছেন আপনি ? কিভাবে বাঁচবেন এদের হাত থেকে ,পরে বলবো সে কথা। আপনি দুঃখী। হয়তো এই ভেবে যে আপনার কাছে বিদেশি গাড়ি নেই। কিংবা আপনার সন্তান অঙ্কে লেটার পাইনি। এক্সিডেন্টের পর আপনাকে একটু খুঁড়িয়ে হাঁটতে হচ্ছে। ভালো কাজ করেও অফিসে প্রমোশন পাননি। স্ত্রী অনাবশ্যকভাবে দামি কাপ- প্লেট কিনে এনেছেন বাজার থেকে , বর্তমানে যেটার কোনো প্রয়োজন হয়তো ছিল না। লটারি টিকিট কিনেও আপনি কোনো পুরস্কার পাননি। ...........কারণ নানা রকম হতে পারে। কিন্তু এর পারিনিতি দুরকম হতে পারে। ১) , নিজের দুর্ভাগ্যের কথা ভেবে দুঃখ পাওয়া , হা- হুতাশ করা , রেগে যাওয়া। ২) সমস্যা সমাধানের চেষ্টা করা। প্রথমটিতে আপনার কোনো লাভ হচ্ছে না। এতে দুঃখ শুধুই বেড়েই যায়। আপনি যদি বুদ্ধিমানের মতো কাজ করতে চান ,যদি প্রাকটিক্যাল হতে চান ,লাভবান হবার ইচ্ছা থাকে ,তবে দ্বিতীয় পথেই তা সম্ভব ,ভেবে দেখুন। জীবনে যে আপনি সবকিছুই পাবেনই ,পরিস্থিতি যে সবসময়ে আপনার মনের মতো হবেই - এটা চিন্তা করা কি প্রাকটিক্যাল মানুষের লক্ষণ ? জীবনে কি পাইনি এই চিন্তায় যত ব্যাস্ত থাকবেন , আপনার দুঃখ ততোই বাড়বে। যা পেয়েছেন তা কাজে লাগিয়ে আরো কিভাবে এগিয়ে যাবেন জীবনে , এদিকে বরং নজর দিন। চিরকাল পরিস্থিতি এক থাকে না। সময়ের সাথে সাথে এটা বদলায়। আমরা নিজেরা জানি না ভবিষ্যাতে কি ঘটনা ঘটতে যাচ্ছে। সুতরাং পরিস্থিতি নয় একটি প্রতিকূল পরিস্থিতিতে আপনি কিভাবে রিয়াক্ট করছেন -এটাই বেশি গুরুত্বপূর্ণ। আপনার মানসিকতা পজেটিভ অথবা নেগেটিভ - এর উপর নির্ভর করবে আপনার পরিণতি।
আমি দৃঢ়ভাবে ভাবে বিশ্বাস করি এটি খুব ভাল পরামর্শ এবং অবশ্যই আমাদের এটি অনুসরণ করা উচিত
English Translate
----------------------
Be practical in life
--Swami Someshwarananda
There are many people in this society to make you sad. Someone is criticizing and hurting you. Some are unnecessarily harass you , some are jealous. No one understands again. Some just for fun. Why are you hurting yourself when there are so many people in the society to hurt you ? How to survive from them, I will tell you later. You are sad maybe thinking that you don't have a foreign car. Nor did your child got letter mark number in the examination . You have face difficult to walk freely after the accident. Even after doing good work, you did not get promotion in the office. Your wife bought unnecessarily expensive cups and plates from the market , which she may not have needed at present. You did not receive a prize after buying a lottery ticket. ........... Because there can be many. But the consequences can be two type . One is To get sad thinking about one's yours misfortune, to get frustrated, to get angry. Second one is t ry to solve the problem. You are not getting any benefit in the first one . This only increases the grief. If you want to act wisely, if you want to be practical, if you want to benefit, then by following the second one way it is possible. Think, In life you will get everything, the situation will always be in your mind - is it a sign of a practical person to think that ? The more you worry about what you didn't get in life, the more your grief will increase. Do not focusing what you have not , It is better to think whatever you have and go ahead in life by using that . The situation does not remain the same forever. It changes over time. We ourselves do not know what is going to happen in the future. So it's not the situation but how you react to an adverse situation - that's more important. Your attitude will depend on whether your mentality is positive or negative .
I strongly believe this is very very good advice and we must follow this
No comments:
Post a Comment